আড়াইহাজারে ট্রাকচাপায় প্রাণ গেল ২ জনের 

তাহানুল মারুফ
জানুয়ারি ১২, ২০২৪

Share Now

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ট্রাকচাপায় দুজন নিহত হয়েছেন।

শুক্রবার (১২ জানুয়ারি) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের পুরিন্দা এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, একটি মালবোঝাই ট্রাক পুরিন্দার কাছে গিয়ে নষ্ট হয়ে যায়। এ সময় রাস্তার পাশে দাঁড় করিয়ে চালক-হেলপার ট্রাকটি ঠিক করছিলেন। হঠাৎ জেটি ভেঙে ট্রাক তাদের ওপরে পড়ে ঘটনাস্থলে দুজন নিহত হন। তাৎক্ষণিক তাদের পরিচয় জানা যায়নি।

ভুলতা হাইওয়ে পুলিশের টিআই আশরাফ বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।