কারাগারে জামায়াতের ১৬ নেতাকর্মী

তাহানুল মারুফ
সেপ্টেম্বর ১৬, ২০২৩

Share Now

দিনাজপুরের বিরামপুর পৌর শহরের ঢাকামোড় এলাকায় জামায়াতে ইসলামী বাংলাদেশের দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলার শাখার আমির আনোয়ারুল ইসলামের নেতৃত্বে ঝটিকা মিছিল করার সময় পুলিশ ১৬ জন জামায়াতের নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পরে তাদের শনিবার (১৬ সেপ্টেম্বর) দিনাজপুর জেলহাজতে পাঠানো হয়েছে।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ২টায় দিকে বিরামপুর পৌর শহরের ঢাকামোড়ে জামায়াতে ইসলামী বাংলাদেশের দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলার শাখার আমির আনোয়ারুল ইসলামের নেতৃত্বে একটি ঝটিকা মিছিল বের করে। তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা, জামায়াতের আমিরসহ রাজনৈতিক নেতাদের মুক্তি, আলেম-ওলামাদের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিরামপুর পৌর শহরে জামায়াতে ইসলামীর ঝটিকা মিছিল থেকে ১৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।

আটককৃত নেতাকর্মীরা হলেন- বিরামপুর উপজেলার খিয়ারমামুদপুর গ্রামের নুরুজাম্মান, মোজাফফর হোসেন, ওমর ফারুক, আনোয়ার হোসেন, রফিকুল ইসলাম, আবদুল মান্নান, আককাস আলী, জামিল হোসেন, উদ্দিন আহমেদ, আনোয়ার হোসেন, তোতা মিয়া, টাটকপুরের সাজ্জাদুর রহমান, নবাবগঞ্জ উপজেলার ফুলবান্ধা গ্রামের নাঈম ইসলাম, পার্বতীপুর উপজেলার জিয়াউর রহমান, তাজনগর কাজিপাড়ার হাবিবুর রহমান ও ফুলবাড়ি উপজেলার শ্রী হরিপুরের ইসমাইল হোসেন।

স্থানীয়রা জানান, শুক্রবার জুমার নামাজ শেষে দুপুর ২টায় দিকে বিরামপুর পৌর শহরের পূর্বপাড়া জামে মসজিদ সামনের মহাসড়ক থেকে জামায়াতে ইসলামীর দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলার আমির আনোয়ারুল ইসলামের নেতৃত্বে একটি ঝটিকা মিছিল বের হয়। মিছিলটি শহরের ঢাকামোড়ে গিয়ে শেষ হয়। এ সময় পুলিশ চারদিক থেকে ধাওয়া করে জামায়াতের ১৬ জন কর্মীকে আটক করে।

বিক্ষোভ মিছিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- দিনাজপুর জেলা নায়েবে আমির মুহাদ্দিস এনামুল হক, জেলা সেক্রেটারি সাইদুল ইসলাম, জেলা সহকারী সেক্রেটারি হাফিজুল ইসলাম, জেলা শিবিরের সভাপতি আবদুল কাইয়্যুব ও জেলা সেক্রেটারি সাজেদুর রহমান।

বিরামপুর থানার ওসি সুব্রত কুমার সরকার দৈনিক কালবেলাকে বলেন, জুমার নামাজ শেষে শহরে নাশকতার উদ্দেশ্যে জামায়াতের নেতাকর্মীরা একটি মিছিল বের করেন। এ সময় তাদের ১৬ নেতাকর্মীকে আটক করা হয়। মিছিল থেকে বাঁশের লাঠি, ছোট-বড় ইটের ভাঙা টুকরা, গাছের ডাল ও লোহার রড উদ্ধার করা হয়েছে। আটক নেতাকর্মীদের বিরুদ্ধে থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।