কেঁপে উঠল ঢাকা

মোঃ আশিকুর রহমান
সেপ্টেম্বর ১৭, ২০২৩

Share Now

চার দশমিক চার মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে রাজধানী ঢাকা।

রোববার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৫০ মিনিটে এ কম্পন অনুভূত হয়।

ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল গাজীপুরের কালিয়াকৈর থেকে ১২ কিলোমিটার দূরে। এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল চার দশমিক দুই।

এর আগে, গত ১৪ আগস্ট রাত ৮টা ৫০ মিনিটের দিকে রাজধানীসহ সারাদেশে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৫।