চট্টগ্রাম নগরের হালিশহর থানা এলাকায় গভীর রাতে ২০টি সিএনজিচালিত অটোরিকশা, ৫টি মোটরসাইকেল এবং একটি রিকশা আগুনে পুড়ে গেছে। এতে দগ্ধ হয়েছেন মোহাম্মদ আলী নামে এক নিরাপত্তা প্রহরী। অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তে নেমেছে পুলিশ।
রোববার (১৯ নভেম্বর) রাত ২টার দিকে হালিশহর থানাধীন বউবাজার এলাকায় খাজা হোটেলের পাশে জাহাঙ্গীরের গাড়ির গ্যারেজে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, রাত ২টার দিকে আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে রাত ৩টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে গ্যারেজে থাকা ২০টি সিএনজিচালিত অটোরিকশা, ৫টি মোটরসাইকেল ও একটি রিকশা পুড়ে গেছে।
চট্টগ্রাম কেন্দ্রীয় ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ভারপ্রাপ্ত কর্মকর্তা কফিল উদ্দিন কালবেলাকে বলেন, ‘এ ধরনের গ্যারেজে সাধারণত ব্যাটারি ওভারহিট কিংবা যান্ত্রিক গোলোযোগ থেকে আগুন লাগার ঘটনা ঘটে। এখানে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে সেটা এখনো নিশ্চিত হওয়া যায়নি। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে।’
ক্ষতিগ্রস্ত গ্যারেজটির মালিক মো. জাহাঙ্গীর কালবেলাকে বলেন, ‘যখন আগুন লাগে তখন আমি বাসায় ছিলাম। গ্যারেজে নাইটগার্ড ছিল, তার গায়েও আগুন লাগে। যেদিক থেকে আগুনের সূত্রপাত হয়েছে, সেদিকে বৈদ্যুতিক মিটার ও মেইন সুইচ ছিল। মনে হচ্ছে সেখান থেকেই আগুন লেগেছে।’
হালিশহর থানার ওসি মো. কায়সার হামিদ বলেন, গ্যারেজে কীভাবে আগুন লেগেছে তা এখনো আমরা নিশ্চিত নই, কোনো নাশকতা কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।