চাঁপাইনবাবগঞ্জে গান পাউডার জব্দ, যুবক গ্রেপ্তার

তাহানুল মারুফ
নভেম্বর ১৯, ২০২৩

Share Now

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় র‌্যাবের অভিযানে সাড়ে ৩ কেজি গান পাউডারসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তি জেলার সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের বাগবাড়ীটোলা গ্রামের মো. মফিজুল ইসলামের ছেলে মো. ইসমাইল (২৫)।

রোববার (১৯ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছে র‍্যাব-৫।

শনিবার রাত ২টার দিকে উপজেলার বাগবাড়িটোলা গ্রামে অভিযান চালানো হয় বলে র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মারুফুল ইসলাম জানান।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের সদস্যরা ইসমাইলের বাড়িতে অভিযান চালায়। এ সময় তার বাড়ি থেকে ৩ কেজি ৪২০ গ্রাম গান পাউডার জব্দ করে। একই সঙ্গে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা হয়েছে। ককটেল বানাতে গান পাউডার মজুত রেখেছিল ইসমাইল।