জি-২০ বৈঠকে আবারও রাশিয়ার নিন্দায় নীরব চীন

তাহানুল মারুফ
ফেব্রুয়ারি ২৬, ২০২৩

Share Now

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের বৃহত্তম দেশগুলোর অর্থমন্ত্রীরা ইউক্রেনে চলমান রুশ আগ্রাসনের তীব্র নিন্দা জানালেও এক্ষেত্রে আবারও ক্ষেত্রে নীরব ছিল চীন। শনিবার ভারতে অনুষ্ঠিত জি-২০ বৈঠক থেকে এই নিন্দা জানানো হয়। এ ছাড়া রাশিয়া ও তার ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত চীন এ সংক্রান্ত একটি যৌথ বিবৃতিতে স্বাক্ষর করতেও অস্বীকৃতি জানিয়েছে।

রয়টার্স বলছে, জি-২০ জোটের বৈঠকে ভারত ইউক্রেন যুদ্ধের বিষয়টি উত্থাপন করতে চায়নি। তবে পশ্চিমা দেশগুলো জোর দিয়ে জানায়, রাশিয়ার বিরুদ্ধে নিন্দা অন্তর্ভুক্ত না থাকলে বৈঠকের কোনও ফলাফলকেই তারা সমর্থন করবে না।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, চীন ইউক্রেনে রুশ আগ্রাসনের নিন্দা করতে অস্বীকার করার পরে বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশগুলোর অর্থমন্ত্রীরা ভারতে অনুষ্ঠিত সম্মেলনের পর সমাপনী বিবৃতিতে একমত হতে ব্যর্থ হয়েছে।

নিন্দা প্রস্তাবে বলা হয়েছে, বেশিরভাগ দেশ জোড়ালোভাবে ইউক্রেন যুদ্ধের নিন্দা জানিয়ে বলেছে, এর ফলে মানবজীবনে তৈরি হয়েছে সীমাহীন দুর্ভোগ এবং তা বৈশ্বিক অর্থনীতির ভঙ্গুর ব্যবস্থাকে আরও বাড়িয়ে তুলছে।

রাশিয়ার আগ্রাসন নিয়ে যুক্তরাষ্ট্র, তার ইউরোপীয় মিত্র এবং অন্যান্য দেশের উত্থাপিত এ প্রস্তাবে বলা হয়েছে, বর্তমান পরিস্থিতি ও নিষেধাজ্ঞার বিষয়ে আলাদা মূল্যায়ন ও মতবাদ রয়েছে।

এবারের সাম্মেলনের ফলাফল গত নভেম্বরে ইন্দোনেশিয়ার বালিতে যে সম্মেলনটি হয়েছিল তার অনুরূপ। ওই সম্মেলন শেষেও ইন্দোনেশিয়া চূড়ান্ত ঘোষণায় মতপার্থক্যের বিষয়টি স্বীকার করে নেয়।

২০ বছরেরও বেশি সময় আগে বৈশ্বিক অর্থনৈতিক সমস্যা মোকাবিলায় প্রতিষ্ঠিত হয়েছিল জি-২০। সম্প্রতি সংস্থাটি তাদের দাপ্তরিক কাজের ইশতেহার তৈরিতে ভীষণ সমস্যার মুখোমুখি হচ্ছে, ঐকমত্যে পৌঁছাতে রীতিমতো সংগ্রাম করতে হচ্ছে সংস্থাটিকে।