জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটে মজিবর রহমান হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামি আমিনুল ইসলাম রিয়াদুলকে (৪৫) গ্রেপ্তার করেছে র্যাব ।
শনিবার সকালে জয়পুরহাট র্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক রফিকুল ইসলাম এ তথ্য জানান। এর আগে গেল গভীর রাতে জয়পুরহাট সদর উপজেলার নোয়াপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আমিনুল ইসলাম রিয়াদুল সদর উপজেলার পারুলিয়া গ্রামের মজিবর রহমানের (আরেক মজিবর) ছেলে।
র্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক রফিকুল ইসলাম জানান, ২০০৭ সালের ১৭ ডিসেম্বর রাতে জয়পুরহাট সদর উপজেলার পশ্চিম পারুলিয়া গ্রামের মজিবর রহমান তার নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। সেই রাতে আমিনুল ইসলাম রিয়াদুলসহ একটি ডাকাত দল প্রাচীর টপকে মজিবরের ঘরে প্রবেশের পর ছুরিকাঘাত করে প্রায় ৫০ হাজার টাকা নিয়ে পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন মজিবরকে গুরুতর অবস্থায় জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল নিলে কর্ত্যবরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ছেলে আব্দুর রাজ্জাক বাদী হয়ে একই বছরের ১৯ ডিসেম্বর জয়পুরহাট সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এরপরে ২০২৩ সালের ১৯ জুন জয়পুরহাট অতিরিক্ত দায়রা জজ-২ আদালতের বিচারক আব্বাস উদ্দিন এ মামলায় তিনজনের মৃত্যুদণ্ড দেন। এ মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আমিনুল ইসলাম রিয়াদুল দীর্ঘদিন বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন। অবশেষে সে ধরা পড়লো।