টাকার বিনিময়ে জেল খাটছেন নকল সোহাগ

তৌহিদুল ইসলাম
জানুয়ারি ৩০, ২০২২

Share Now

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এক আসামি সোহাগ। কিন্তু টাকার বিনিময়ে তার জায়গায় কারাভোগ করছেন সোহাগ নামের আরেকজন। মূল আসামি সোহাগ ছিলেন বাইরে। এবার তাকে গ্রেফতার করেছে র‍্যাপিড আ্যকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

সুনির্দিষ্ট তথ্য ও ধারাবাহিক গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করে শনিবার (২৯ জানুয়ারি) রাতে সোহাগকে গ্রেফতার করে র‍্যাব-১০ এর একটি দল। তাকে রাজধানীর মিটফোর্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাবের দাবি, টাকার বিনিময়ে সাজা ভোগ করছেন নকল সোহাগ। আর আসল সোহাগ ছিলেন বাইরে।

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান। তিনি বলেন, আজ (৩০ জানুয়ারি) বিকেলে কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।