টিউলিপকে বাংলাদেশে প্রত্যর্পণে চাপ বাড়ছে

তাহানুল মারুফ
জানুয়ারি ২৩, ২০২৫

Share Now

বড় ধরনের দুর্নীতির তদন্তের পর টিউলিপ সিদ্দিককে বাংলাদেশে প্রত্যর্পণের চাপ বাড়ছে যুক্তরাজ্যে। দেশটির বিরোধী নেতারা মনে করেন, সাবেক লেবার এমপির ‘আইন প্রয়োগের মুখোমুখি হওয়া উচিত’। কারণ বাংলাদেশে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্ত চলছে ।

ডেইলি মেইলের এক প্রতিবেদনে বাংলাদেশি রাজনীতিক ববি হাজ্জাজের বরাত দিয়ে বলা হয়েছে, তিনি বাংলাদেশ সরকার ও দুদকের কাছে যুক্তরাজ্য থেকে টিউলিপ সিদ্দিককে দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন। টিউলিপ বর্তমানে তার খালা শেখ হাসিনার সঙ্গে তার যোগসূত্রের জন্য তদন্তাধীন, যিনি আগস্টে দুর্নীতি ও নিষ্ঠুরতার অভিযোগের মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে পদচ্যুত হন এবং ভারতে পালিয়ে আছেন।

এদিকে ব্রিটিশ সরকার টিউলিপকে প্রত্যর্পণ আদেশ মেনে চলার জন্য অনুরোধ করবে কিনা জানতে চাইলে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের মুখপাত্র গুইডো ফকসকে (ব্রিটিশ-আইরিশ রাজনৈতিক ব্লগার পল স্টেইনস দ্বারা প্রকাশিত একটি ডানপন্থী রাজনৈতিক ওয়েবসাইট) বলেন, তারা ‘কল্পনাপ্রসূত কিছু বলবেন না।

টোরি নেতা কেমি ব্যাডেনোচ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের বিরুদ্ধে টিউলিপ সিদ্দিককে মন্ত্রীত্ব দেওয়ার ব্যাপারে ‘দুর্বল’ নেতৃত্বের অভিযোগ আনেন এবং মন্ত্রীর (টিউলিপ) সঙ্গে তার বন্ধুত্বের কারণে তিনি কিভাবে প্রক্রিয়াটি বিলম্বিত করেছেন তা নিয়ে প্রশ্ন তোলেন। টিউলিপকে নিয়ে ব্রিটিশ রাজনৈতিক অঙ্গনে কড়া সমালোচনা ও মিডিয়াগুলোর ধারাবাহিক প্রতিবেদন প্রকাশের এক পর্যায়ে টিউলিপ দায়িত্ব থেকে সরে দাঁড়ান।