ফেঁসেই গেল সাবরিনা- আরিফসহ করোনার ভুয়া রিপোর্ট দেওয়া ৮ আসামি। তাদের প্রত্যেককেই ১১ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (এসিএমএম) তোফাজ্জল হোসেন এ রায় দেন।
সাবরিনা ও আরিফ ছাড়াও এ মামলার অন্য ছয় আসামি হলো জেকেজির সমন্বয়ক সাঈদ চৌধুরী, জেকেজির সাবেক কর্মকর্তা হুমায়ুন কবির, তার স্ত্রী তানজিনা পাটোয়ারী, বিপ্লব দাস, শফিকুল ইসলাম ও জেবুন্নেসা।
রায় ঘোষণা উপলক্ষে সাবরিনা, আরিফুলসহ আসামিদের কারাগার থেকে আদালতের হাজতখানায় আনা হয়েছে। করোনার নমুনা জালিয়াতির মামলায় সাবরিনা, আরিফুলসহ আটজনের বিরুদ্ধে ২০২০ সালের ২০ আগস্ট অভিযোগ গঠন করেন আদালত।
এর আগে ২০২০ সালের ২৩ জুন জেকেজি হেলথ কেয়ারের সিইও আরিফুল, কর্মচারী হুমায়ুন কবির, তার স্ত্রী তানজিনা পাটোয়ারীসহ ছয়জনকে গ্রেপ্তার করে পুলিশ এবং ১২ জুলাই সাবরিনাকে গ্রেপ্তার করে।