ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী শাহনূর। সম্প্রতি প্রচণ্ড জ্বর ও শরীর ব্যথা নিয়ে সোমবার (২১ আগস্ট) চিকিৎসকের শরণাপন্ন হন এই অভিনেত্রী।
তার উপসর্গ দেখেই চিকিৎসক জানান, ডেঙ্গুর লক্ষণ। এরপর পরীক্ষা করানোর পর মঙ্গলবার (২২ আগস্ট) বিকেলে জানতে পারেন তিনি ডেঙ্গু আক্রান্ত। তথ্যটি সংবাদমাধ্যমকে নিজেই নিশ্চিত করেছেন শাহনূর।
তিনি বলেন, ‘তিন দিন ধরে প্রচণ্ড জ্বর। আমি খুবই অসুস্থ। গতকাল সকালে ডাক্তার দেখালাম। তিনি লক্ষণ দেখেই বুঝলেন ডেঙ্গু। এখন চিকিৎসা নিচ্ছি। সবাই দোয়া করবেন।’
বর্তমানে বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন শাহনূর। জানালেন, এখনো শরীরে প্রচণ্ড জ্বর ও ব্যথা অনুভব করছেন তিনি।
২০০০ সালে ‘জিদ্দি সন্তান’ দিয়ে চলচ্চিত্র জগতে পা রাখেন সৈয়দা কামরুন নাহার শাহনূর। তবে ঢাকাই চলচ্চিত্রে শাহনূর নামেই জনপ্রিয় তিনি। চলচ্চিত্রে অভিনয় ছাড়াও তিনি টিভি নাটক ও বিজ্ঞাপনেও কাজ করেন। বর্তমানে তিনি চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন।