ডেঙ্গু আক্রান্ত আরও ৮ জন হাসপাতালে

তাহানুল মারুফ
ফেব্রুয়ারি ২৬, ২০২৩

Share Now

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু না হলেও আটজন হাসপাতালে ভর্তি হয়েছেন।

রোববার (২৬ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হওয়া তিনজন ঢাকায় এবং বাকি পাঁচজন ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৩২ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭২৭ জন। এর মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৬৮৬ জন। ডেঙ্গুতে চলতি বছর এ পর্যন্ত মারা গেছেন ৯ জন।

উল্লেখ্য, গত বছরে সারাদেশে ৬২ হাজার ৩৮২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন। এর মধ্যে মারা গেছেন ২৮১ জন।