দেশে কিডনি কেনাবেচা চক্রের মূলহোতা গ্রেফতার

তৌহিদুল ইসলাম
অক্টোবর ১২, ২০২১

Share Now

সামাজিক যোগাযোগমাধ্যমে অবৈধভাবে কিডনি কেনাবেচার সঙ্ঘবদ্ধ চক্রের অন্যতম মূলহোতা ও সংশ্লিষ্ট ফেসবুক পেজের অ্যাডমিন মোঃ শাহরিয়ার ইমরানসহ পাঁচজনকে গ্রেফতার করেছে র‍্যাব।

মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক এএসপি আ ন ম ইমরান খান।

তিনি বলেন, জয়পুরহাট ও রাজধানীতে অভিযান চালিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অবৈধভাবে কিডনি কেনাবেচার সঙ্ঘবদ্ধ চক্রের অন্যতম মূলহোতাসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।

এ বিষয়ে আজ দুপুরে কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।