নরসিংদীতে শহিদ পরিবারের মাঝে জামায়াতের অনুদান 

তাহানুল মারুফ
আগস্ট ২৩, ২০২৪

Share Now

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ নরসিংদীর ১৯ পরিবারের সদস্যদের মাঝে অনুদান বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে নরসিংদীর একটি সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভা শেষে এ অনুদান বিতরণ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমান।

নরসিংদী জেলা আমির মুসলেহ উদ্দিনের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন- ঢাকা দক্ষিণের আমির সাইফুল আলম খান মিলন, জেলা সেক্রেটারি আমজাদ হোসেন, নরসিংদী শহর শাখার আমির মাহফুজ ভুইয়া, সেক্রেটারি আবুল বাশার খান, জেলা শিবির সভাপতি তাওহিদুল ইসলাম ও সেক্রেটারি রাকিবুল ইসলাম। 

এ সময় শহিদ পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন ভেলানগরে প্রথম শহিদ ৯ম শ্রেণীর ছাত্র তাওহিদ ইসলামের বাবা রফিকুল ইসলাম।আলোচনা শেষে নরসিংদীর ১৯ পরিবারের সদস্যদের হাতে এক লাখ টাকা করে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।