আইনপ্রণেতারা খাবারে তেলাপোকো পেয়েছেন বলে অভিযোগ করার পর পাকিস্তানের সংসদ ভবনে অবস্থিত দুটি ক্যাফেটেরিয়া সিলগালা করে দিয়েছে কর্তৃপক্ষ। পাকিস্তানের টেলিভিশন চ্যানেল সামা টিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
সামা টিভির প্রতিবেদন অনুযায়ী, ইসলামাবাদের জেলা প্রশাসনের কর্মকর্তারা আইনপ্রণেতাদের কাছ থেকে অস্বাস্থ্যকর খাবার পরিবেশনের অভিযোগ পাওয়ার পর সংসদ ভবনের দুটি ক্যাফেটেরিয়াতে অভিযান চালান। আইনপ্রণেতারা অভিযোগ করে বলেছেন, তাদের পরিবেশন করা খাবারে তেলাপোকা পাওয়া গেছে।
২০১৯ সালে দেশটির আইনপ্রণেতারা সংসদের ক্যাফেটেরিয়ায় পরিবেশিত অস্বাস্থ্যকর খাবার এবং পরিচ্ছন্নতার নীতি লঙ্ঘনের অভিযোগ তুলে প্রতিবাদ করেছিলেন।