রাঙ্গামাটি কাপ্তাই লেক হতে নদীপথে নৌকাযোগে পাচারকালে জীবতলী চেয়ারম্যান পাড়া হতে ৭ লাখ টাকার কাঠ আটক করা হয়েছে ।
শুক্রবার (১৫সেপ্টেম্বর) দুপুরে হতে রাত ১১টা পযন্ত ১০ আর ই ব্যাটালিয়ন ও দক্ষিণ বন বিভাগ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান করে।
একটি পাচারকারি সংঘবদ্ধ চক্র জীবতলী চেয়ারম্যান পাড়া হতে নৌকাযোগ কাঠ পাচারকালে অভিযান করে ১৬৯ টুকরা সেগুন কাঠ ও ৫৩টুকরা গামার কাঠ আটক করে।কাঠের পরিমান ৩১০.৮৯ঘনফুট যার বাজার মূল্য প্রায় ৭লাখ টাকা। কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহামুদুল হক মুরাদ জানান যৌথবাহিনী অভিযান করে পাচারকালে কাঠগুলো আটক করা হয়েছে। তবে পাচারকারীরা নৌকায় কাঠ রেখে পালিয়ে গেছে। এ সময় সহকারী বনসংরক্ষক মাসুম আলমসহ সেনা ও বন বিভাগের লোকজন উপস্থিত ছিলেন। আটক কাঠ কাপ্তাই রেঞ্জ অফিসে আনা হয়েছে। বন মামলা করা হয়েছে।