বিশ বছর আগে ‘তুঝে মেরি কসম’ সিনেমা দিয়ে পর্দায় অভিষেক ঘটে জেনেলিয়া ডি’সুজার। এই সিনেমায় অভিনয় করতে গিয়েই রীতেশ দেশমুখের সঙ্গে পরিচয় হয় তার। সেখান থেকে প্রেম, এরপর বিয়ে করে সংসারে মন দিয়েছেন রীতেশ-জেনেলিয়া।
প্রায় ১১ বছরের দাম্পত্য জীবন পার করছেন এই তারকা দম্পতি। বিয়ের পরই পর্দার আড়ালে চলে যান জেনেলিয়া। এরপর থেকেই স্বামী-সন্তান নিয়ে সংসারে মনোযোগী হন তিনি। বর্তমানে দুই পুত্রসন্তানের বাবা-মা তারা।
গুঞ্জন উঠেছে, তৃতীয় সন্তানের বাবা-মা হতে চলেছেন রীতেশ-জেনেলিয়া।
সম্প্রতি মুম্বাইয়ে একটি অনুষ্ঠানে স্বামী রীতেশের সঙ্গে হাজির হন জেনেলিয়া। অভিনেত্রীর পরনে ছিল নীল রঙের বেলুন ড্রেস।পাপারাজ্জিদের দেখামাত্রই বারবার হাত দিয়ে নিজের বেবিবাম্প ঢাকার চেষ্টা করছিলেন জেনেলিয়া। ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে সেই ভিডিও।
নেটদুনিয়ায় ভিডিওটি ছড়িয়ে পড়তেই নেটিজেনদের দাবি, আবারও মা হতে চলেছেন জেনেলিয়া। যদিও এ বিষয়ে রীতেশ-জেনেলিয়ার তরফ থেকে এখনই কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। তবে ভক্তরা মনে করছেন, খুব শিগগিরই সুখবর জানাবেন এই তারকা দম্পতি।