বাজারে স্মার্টফোন আনতে চলেছে এলন মাস্কের সংস্থা ‘টেসলা’। টেসলার স্মার্টফোনকে সব দিক থেকেই এগিয়ে রাখতে চান মার্কিন এই ধনকুবের।
জানা গেছে, বিগত কয়েক মাস ধরেই টেসলার একটি স্মার্টফোন নিয়ে জল্পনা চলছে, যার নাম মডেল পিআই/পি। যদিও বিষয়টি নিয়ে টেসলা অফিসিয়ালি কিছু ঘোষণা করেনি। তবুও ইন্টারনেট দুনিয়ায় সয়লাব টেসলা স্মার্টফোন নিয়ে।
এছাড়াও জানা যায়, মহাকাশ গবেষণার বাজারে সাফল্য পাওয়ার পরেই এবার স্মার্টফোন দুনিয়ায় পা রাখার সিদ্ধান্ত নিয়েছেন এলন মাস্ক। চলতি বছর ডিসেম্বরেই বিক্রি শুরু হবে টেসলার পিআই-ফোন।
টেসলার পিআই-ফোনে থাকছে যেসব ফিচার
সম্ভাব্য স্পেসিফিকেশন
এক প্রতিবেদনে জানানো হয়েছে, টেসলার প্রথম ফোনে ৬ দশমিক ৭ ইঞ্চি ওএলইডি ডিসপ্লে থাকবে। এই ডিসপ্লেতে ৪৫৮ পিপিআই পিক্সেল ডেনসিটি ও ১২০ এইচজেড রিফ্রেশ রেট দিতে পারে মার্কিন সংস্থাটি। সর্বোচ্চ ১৬০০ নিটস্ ব্রাইটনেস পাওয়া যাবে। থাকবে আট জিবি র্যাম ও ৫১২ জিবি স্টোরেজ। ফোনের পেছনে থাকবে ট্রিপল ক্যামেরা। সেখানে থাকবে ৫০ এমপি প্রাইমারি সেন্সর। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাবেন ৪০ এমপি সেন্সর। এই ফোনের ওজন প্রায় ২৪০ গ্রাম।
প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী প্রিমিয়াম সেগমেন্টে এই ফোন লঞ্চ করবে টেসলার। ফোনের দাম জানানো হয়েছে ৭০,০০০ থেকে ৮০,০০০ টাকার মধ্যেই বাজারে বিক্রি হবে এই ফোন।