বালাপুর জমিদার বাড়ি

সংবাদ ডেস্ক
আগস্ট ১৩, ২০২১

Share Now

ঢাকার খুব কাছে নরসিংদীর বালাপুর জমিদারবাড়ি। শত শত বছর ধরে ইাতহাসের সাক্ষী হয়ে আজও মাথা উঁচু করে দাড়িয়ে আছে এই রাজবাড়িটি।

ঢাকার আশেপাশের জেলাগুলোর মধ্যে পর্যটকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে নরসিংদী। এ জেলার সদর উপজেলার পাইকারচর ইউনিয়নের মেঘনা নদীর পাড়েই বালাপুর জমিদার বাড়ি।

jagonews24

এটি বালাপুর গ্রামে প্রায় ৩২০ বিঘা জায়গার জুড়ে রয়েছে জমিদার নবীন চন্দ্র সাহা প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী এই জমিদারবাড়ি।

বর্তমানে এই বাড়িটি হয়ে উঠেছে পর্যটনদের কাছে প্রিয় একটি দর্শনীয় স্থান। ঢাকার অতি নিকটে হওয়ায় একদিনেই ঘুরে আসা যায় এই রাজবাড়ি থেকে।

পরিবার নিয়ে প্রাকৃতিক পরিবেশে সময় কাটানোর পাশাপাশি প্রাচীন ইতিহাস আর ঐতিহ্যের নিদর্শনেও চোখ বুলিয়ে নিতে পারেন।

jagonews24

ইতিহাসের তথ্যমতে, জমিদার নবীন চন্দ্র সাহা ছিলেন ঐতিহ্যবাহী বালাপুর জমিদারবাড়ির প্রতিষ্ঠাতা এবং অঞ্চলের প্রধান জমিদার।

সে সময় প্রায় ৩২০ বিঘা জমির ওপর অত্র অঞ্চলের সবচেয়ে বড় এবং বিশাল আকারের এই বিলাসবহুল জমিদার বাড়িটি নির্মাণ করেন তিনি।

১৯৪৭ সালে দেশ ভাগের পর জমিদার কালীমোহন সাহা সপরিবারে ভারতে চলে যান। যাওয়ার আগে জমিদারি দেখাশোনার দায়িত্ব দিয়ে যান কর্মীদেরকে। ফিরে আসার কথা থাকলে আর দেশের মাটিতে পা রাখেননি কালমোহন।

বিশাল এই জমিদার বাড়িতে আরও আছে সান বাঁধানো পুকুরঘাট, কারুকার্য সমৃদ্ধ দুর্গাপূজার মণ্ডপ।

মন্ডপের ভিতরের কারুকাজ দেখে জমিদারবাড়ির অতীত ইতিহাস চোখের সামনে ভেসে উঠে, জমিদারবাড়িতে সেই সময় অতিথিদের থাকা-খাওয়া ও ঘুমানোর জন্য ছিল আরও একটি সুন্দর এবং দৃষ্টিনন্দন ভবন।

কীভাবে যাবেন?

রাজধানীর গুলিস্তান থেকে মেঘালয় বাসে করে যেতে পারবেন নরসিংদী। ভাড়া পড়বে ৯০ টাকা। আর লোকাল বাসে করে গেলে ৩০-৪০ টাকার মধ্যেই পেঁছাতে পারবেন।

jagonews24

সেখান থেকে মাধবদী বাস স্ট্যান্ড নেমে রিকশায় ১০-১৫ টাকা দিয়ে মাধবদী গরুরহাট সিএনজি স্টেশন যেতে হবে। সেখান থেকে বালাপুরগামী সিএনজিতে চড়ে মাত্র ২০ টাকায় পৌঁছাতে পারেন বালাপুর জমিদার বাড়িতে।