বাসচাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত

তাহানুল মারুফ
ফেব্রুয়ারি ২৩, ২০২৩

Share Now

বগুড়ার শাজাহানপুর উপজেলায় বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অটোরিকশার আরও দুই যাত্রী।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় উপজেলার সুজাবাদ দহপাড়ার দ্বিতীয় বাইপাস সড়কে এ ঘটনা ঘটে।

কৈগাড়ী পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্বাস আলী জানান, বৃহস্পতিবার দুপুরে ওই ঘটনায় চারজন নিহত হয়েছেন। তাদের পরিচয় এখনও জানা যায়নি। তবে দুর্ঘটনার পর স্থানীয়রা বাসটিতে আগুন ধরিয়ে দেন।