বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ক্রিকেটের মান নাকি টাকাপয়সার ঝনঝনানি—কোনটি বেশি?
প্রশ্নটা উঠতেই পারে। ‘জি’ ক্যাটাগরির খেলোয়াড়দের পারিশ্রমিকের হিসাবও হয় লাখে। ‘এ’ ক্যাটাগরিতে থাকা দেশি ক্রিকেটারের পারিশ্রমিক কাগজে-কলমে ৮০ লাখ। বিদেশি ক্রিকেটারের ক্ষেত্রে ড্রাফটে থাকা ক্রিকেটারের সর্বোচ্চ মূল্য ৮০ হাজার ডলার বা ৮৭ লাখ টাকার একটু বেশি।
সরাসরি চুক্তিতে ড্রাফটের বাইরে থেকে কেনা বিদেশি ক্রিকেটারের পারিশ্রমিক তো অজানাই থেকে গেছে। তাদের দাম কত কে জানে! ড্রাফটে না থাকায় তাদের মূল্য যে ৮০ হাজার ডলারের অনেক বেশি, এতে সন্দেহ নেই।
রোববার (২৫ সেপ্টেম্বর) জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে আসন্ন বিপিএলের বিপিএলের দশম আসরের প্লেয়ার ড্রাফট। এরপরও সব ফ্র্যাঞ্চাইজির দল গোছানো চূড়ান্ত হয়নি। ড্রাফটে দল না পাওয়া ক্রিকেটারদের অবশ্য দলে টানার সুযোগ আছে সব ফ্র্যাঞ্চাইজিরই।
কাল ড্রাফটের পর সাতটি ফ্র্যাঞ্চাইজি দলের স্কোয়াডের যে প্রাথমিক অবস্থা দাঁড়িয়েছে, তার ভিত্তিতেই খসড়া হিসাবে বের করা হয়েছে আপাতত কোন দলের স্কোয়াড সবচেয়ে দামি। এখন পর্যন্ত সাতটি ফ্র্যাঞ্চাইজি দল খেলোয়াড়ের পেছনে মোট খরচ করেছে প্রায় ১৮ কোটি ১৯ লাখ টাকা।
এর মধ্যে আপাতত সবচেয়ে দামি দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। তবে অবশ্যই মাথায় রাখতে হবে, ড্রাফটের বাইরে থাকা সরাসরি চুক্তির খেলোয়াড়দের পারিশ্রমিকের হিসাবে হয়তো অন্য কোনো দল এগিয়ে থাকবে।
চলুন দেখে নিই প্লেয়ার ড্রাফটে কোন দল কত খরচ করল
ফ্র্যাঞ্চাইজির নাম | বিদেশি | দেশি | মোট ব্যয় |
দুর্দান্ত ঢাকা | ৬৬,০০,০০০ | ১,৪৫,০০,০০০ | ২,১১,০০,০০০ |
রংপুর রাইডার্স | ৬৬,০০,০০০ | ১,৭০,০০,০০০ | ২,৩৬,০০,০০০ |
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স | ৫৫,০০,০০০ | ১,১৫,০০,০০০ | ১,৭০,০০,০০০ |
কুমিল্লা ভিক্টোরিয়ান্স | ১,৫৪,০০,০০০ | ১,৭৫,০০,০০০ | ৩,২৯,০০.০০০ |
ফরচুন বরিশাল | ৬৬,০০,০০০ | ২,৩০,০০,০০০ | ২,৯৬,০০,০০০ |
সিলেট স্ট্রাইকার্স | ৫৫,০০,০০০ | ২,১০,০০,০০০ | ২,৬৫,০০,০০০ |
খুলনা টাইগার্স | ১,৩২,০০,০০০ | ১,৮০,০০,০০০ | ৩,১২,০০,০০০ |