ভালোবাসা দিবসে এবারও অনেক গল্প বুনছেন নির্মাতারা। যার খবর ক্রমশ প্রকাশ্য। তবে মঙ্গলবার সেই খাত থেকে যে খবরটি প্রকাশ হলো, সেটি বেশ আকর্ষণীয় বটে।
ব্যক্তিগত জীবনে দীর্ঘ দম নিয়ে ডুব দেওয়া পরীমনি যেন ফের ভেসে উঠছেন এবারের ভালোবাসায়। কারণ তাকে নিয়ে মিজানুর রহমান আরিয়ান নির্মাণ করলেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বুকিং’। এতে পরীর নায়ক হিসেবে থাকছেন এবিএম সুমন।
দুজনকে নিয়ে আপাতত প্রকাশ হয়েছে একটা দৃষ্টিনন্দন প্রেমময় পোস্টার। যেটার মাধ্যমে যেন দর্শকদের বুকিং দিয়ে রাখলেন ১৪ ফেব্রুয়ারি ছবিটি দেখার জন্য।
আরিয়ান জানান, এটা ছোট্ট মিষ্টি একটা প্রেমের গল্প। পরীমনি ও এবিএম সুমন, পর্দায় দুজনকে একটু আলাদাভাবে দেখানোর চেষ্টা করেছি। সুন্দর একটা গান আছে। সব মিলিয়ে ৩০ মিনিটের একটা ‘ফিল গুড’ প্রেমের গল্প।
‘বুকিং’ মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফরম বঙ্গ-তে, ১৪ ফেব্রুয়ারি।