মিরপুরে বিআরটিসি বাসে আগুন

তাহানুল মারুফ
নভেম্বর ৩০, ২০২৩

Share Now

রাজধানীর মিরপুরে একটি বিআরটিসি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার মিরপুর ১ নম্বর এলাকার ফুটওভার ব্রিজের নিচে দ্বিতল বাসটির পেছনের সিটে আগুন দেয়া হয়।

এ দিন বেলা সাড়ে ৩টায় ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা শাহজাহান সিকদার এ তথ্য জানিয়েছেন।

এদিকে বৃহস্পতিবার ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারা দেশে গত ২৪ ঘণ্টায় আরও আটটি যানবাহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এই অগ্নিকাণ্ডের ঘটনাগুলো ঘটে।

এই নিয়ে গত ২৮ অক্টোবর থেকে ৩০ নভেম্বর সকাল ৬টা পর্যন্ত সারা দেশে ২৩৭টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। এর মধ্যে আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে ২২৫টি যানবাহন এবং ১১টি বিভিন্ন স্থাপনা।