মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

তাহানুল মারুফ
জুলাই ৬, ২০২৪

Share Now

গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় পথচারী বাবুল (৪৫) নিহত হয়েছে। শুক্রবার (৫ জুলাই) রাত ৯টায় ওই মহাসড়কের তেলিহাটি ইউনিয়নের এমসি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাবুল নেত্রকোনা জেলা সদর উপজেলার নিশ্চিন্তপুর (নাড়িয়াপাড়া) গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। সে এমসি বাজার এলাকায় স্বপরিবারে ভাড়া থেকে দিনমুজুরী কাজ করতো।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোর্শেদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাবুল ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজার এলাকা দিয়ে সড়ক পার হচ্ছিল। এ সময় দ্রুত ও বেপরোয়া গতির মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে মহাসড়কের উপর পড়ে গিয়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক বাবুলকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর মোররসাইকেল নিয়ে চালক দ্রুত পালিয়ে যায়।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মোছাম্মৎ জারিন বলেন, দুর্ঘটনায় আহত ব্যাক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে।

নিহতের স্ত্রী রাজিয়া আক্তার জানান, আমাদের অভিযোগ না থাকায় আবেদন করলে পুলিশ বিনা ময়না তদন্তে মরদেহ দিয়ে দিয়েছে।