অর্থ আত্মসাতের মামলায় নর্থ সাউথের চার ট্রাস্টির জামিন নামঞ্জুর করেছেন হাইকোর্ট। তাদের শাহবাগ থানা পুলিশের হাতে তুলে দিয়ে ২৪ ঘণ্টার মধ্যে নিম্ন আদালতে হাজির করতে বলা হয়েছে।
এ বিষয়ে শাহবাগ থানা বলছে, নর্থ সাউথের এই চার ট্রাস্টিকে আজ নিম্ন আদালতে তোলা হয়নি। রাতে তারা শাহবাগ থানার হাজতখানায় থাকবেন। সোমবার (২২ মে) তাদের নিম্ন আদালতে হাজির করবে পুলিশ।
রোববার (২২ মে) রাতে শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মওদুদ হাওলাদার তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, হাইকোর্ট নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চার সদস্যের জামিন আবেদন খারিজ করে তাদের আমাদের হাতে তুলে দিয়েছেন। রাত ১১টার দিকে তাদের থানায় আনা হয়েছে। তারা আজ রাতে থানার হাজতখানায় থাকবেন। তাদের সোমবার নিম্ন আদালতে সোপর্দ করা হবে।
তিনি আরও বলেন, যেহেতু মামলাটি দুদক তদন্ত করছে, তাই আমার জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করব না। আমরা দায়িত্ব অনুযায়ী আগামীকাল তাদের আদালতে সোপর্দ করব