রোববার গ্যাস থাকবে না যেসব এলাকায়

তাহানুল মারুফ
মে ২৫, ২০২৪

Share Now

গ্যাস বিতরণ এলাকায় নিয়মিত পাইপলাইনের কাজ করার কারণে রোববার (২৬ মে) ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। শনিবার (২৫ মে) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে দেশের বৃহত্তম গ্যাস বিতরণ সংস্থা তিতাস।

সংস্থাটি বলছে, রোববার (২৬ মে) টাঙ্গাইলের এলেঙ্গা থেকে কালিয়াকৈর পর্যন্ত এলাকায় ১০ ঘণ্টা সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এতে আরও বলা হয়, শুভল্যা, মির্জাপুর এলাকায় গ্যাসের পাইপলাইন মেরামত বা স্থানান্তর কাজের জন্য রোববার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

একই সময়ে আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ থাকতে পারে বলে তিতাসের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস কর্তৃপক্ষ।