র‍্যাঙ্কিংয়ে ধাক্কা খেল ব্রাজিল, শীর্ষে আর্জেন্টিনা

তাহানুল মারুফ
নভেম্বর ৩০, ২০২৩

Share Now

মাঠের পারফরম্যান্সে সময়টা ভালো যাচ্ছে না ব্রাজিলের। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা গত ২১ বছর ধরে ভুগছে শিরোপার অভাবে। কাতার বিশ্বকাপে ক্রোয়েশিয়ার কাছে হেরে বিদায় নেয় সেলেসাওরা। অন্তর্বর্তীকালীন কোচ ফার্নান্দো দিনিজের অধীনে নিজেদের সবশেষ তিন ম্যাচেই হারের মুখ দেখেছে দলটি। যে কারণে এবার ২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের অংশগ্রহণ নিয়েই জেগেছে শঙ্কা। টানা হারের কারণে র‍্যাঙ্কিংয়েও প্রভাব পড়েছে ব্রাজিলের।

দীর্ঘদিন শীর্ষ তিনে থাকলেও এবার আরও একবার পিছিয়ে গেছে নেইমার জুনিয়ররা। সবশেষ ফিফা উইন্ডো শেষে দুই ধাপ অবনতি হয়েছে তাদের। এতে পঞ্চম স্থানে নেমে গেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। অন্যদিকে টেবিলের রাজত্ব ধরে রেখেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। সেলেসাওদের হটিয়ে র‍্যাঙ্কিংয়ের উপরে উঠে এসেছে ইংল্যান্ড (তৃতীয়) এবং বেলজিয়াম (চতুর্থ)।

টানা হারে এক ধাক্কায় ২৫ এর বেশি রেটিং পয়েন্ট খুইয়েছে ব্রাজিল। বর্তমানে তাদের রেটিং ১৮১২ দশমিক ২।

অন্যদিকে শীর্ষে থাকা আর্জেন্টিনার রেটিং বেড়েছে। তাদের রেটিং ৯ বেড়েছে। ১৮৬১ দশমিক ২৯ রেটিং নিয়ে সবার উপরে লে আলবিসেলেস্তেরা। এ ছাড়া ১৯৫৩ দশমিক ১১ পয়েন্ট নিয়ে দুইয়ে ফ্রান্স।

এক ধাপ করে পিছিয়ে ছয় ও সাতে নেদারল্যান্ডস ও পর্তুগাল। র‍্যাঙ্কিংয়ে ৮ থেকে ১০-এ আছে স্পেন, ইতালি ও ক্রোয়েশিয়া।

সম্প্রতি লাতিন আমেরিকার দুই জায়ান্ট ব্রাজিল-আর্জেন্টিনা উভয়কেই হারিয়েছে উরুগুয়ে। এতে চার ধাপ এগিয়ে ১১ নম্বরে উঠে এসেছে তারা।