চট্টগ্রামে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) রিজিয়ন কমান্ডার ও ফ্রন্টিয়ার আইজি পর্যায়ে চার দিনব্যাপী সীমান্ত সম্মেলনে যোগ দিতে ভারতীয় প্রতিনিধিদল বাংলাদেশে এসে পৌঁছেছে
সোমবার (১১ সেপ্টেম্বর) সকালে ভারতীয় প্রতিনিধিদল সড়ক পথে ফেনীর বিলোনিয়া আইসিপি দিয়ে বাংলাদেশে প্রবশে করে।
বাংলাদেশের বিজিবি (সরাইল, চট্টগ্রাম ও কক্সবাজার রিজিয়ন) ও ভারতের আইজি বিএসএফ (মেঘালয়, মিজোরাম, ও কাছার ত্রিপুরা ফ্রন্টিয়ার) মধ্যে চট্টগ্রাম রিজিয়নে সম্মেলনের কথা রয়েছে।
ভারতীয় দলের প্রতিনিধিদের ফুলেল শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন কুমিল্লা সেক্টর কমান্ডার কর্নেল মো. শরিফুল ইসলাম মেরাজ, কুমিল্লা এফ আইজির গ্রুপ কমান্ডার লে. কর্নেল মোহাম্মদ রফিকুল ইসলাম, ফেনী ৪ বিজিবি অধিনায়ক লে. কর্নেল রকিবুল হাসান, ৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল নুরুল আফসার, কুমিল্লা সেক্টরের এস এম ও মেজর শারপিন প্রমুখ।
আর ভারতীয় প্রতিনিধিদলে ছিলেন শ্রী প্রদীপ কুমার আইপিএস (ইন্সপেক্টর জেনারেল, বিএসএফ মেগালয়) শ্রী আখেলশ্বর সিং ( ইন্সপেক্টর জেনারেল, বিএসএফ, মিজোরাম ও কাচার) শ্রী রাম ত্রিপাল সিং (ডিআইজি, বিএসএফ, ত্রিপুরা) শ্রী সরজ কুমার সিং (ডেপুটি ইন্সপেক্টর, বিএসএফ, ত্রিপুরা ফ্রন্টিয়ার) ঋষি রাজ সিং (ডিরেক্টর এম এইচ এ, রিপ্রেজেন্টেটিভ) ওমাঞ্জলি মিস্রা, মিসেস সুনাম সিংহ, পরিনিতা সিং।