আইসিসির আয়ের সিংহভাগই যাবে ভারতের ঘরে 

মোঃ আশিকুর রহমান
মে ১০, ২০২৩

Share Now

আগামী ২০২৪-২৭ সালের রাজস্ব বণ্টনের প্রস্তাবিত মডেল প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। যেখানে আগামী চার বছর সংস্থাটির আয়ের ৩৮.৫ শতাংশ ভাগ পাবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।

জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ‘ইএসপিএনক্রিকইনফো’ একটি প্রতিবেদনে জানিয়েছে, আগামী চার বছরে বছর প্রতি প্রায় ২৩০ মিলিয়ন মার্কিন ডলার আয় করবে বিসিসিআই, যা আইসিসির বার্ষিক ৬০০ মিলিয়ন মার্কিন ডলার আয়ের ৩৮.৫ শতাংশ।

প্রস্তাবিত এই মডেলে দ্বিতীয় সর্বোচ্চ উপার্জনকারী বোর্ড হচ্ছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। আইসিসির আয়ের ৬.৮৯ শতাংশ বা ৪১.৩৩ মিলিয়ন ডলার উপার্জন করতে পারে তারা।

এই তালিকায় বিগ থ্রির তৃতীয় সদস্য ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। তাদের আয় আইসিসির আয়ের ৬.২৫ শতাংশ বা ৩৭.৫৩ মিলিয়ন মার্কিন ডলার। এদিকে আইসিসি থেকে আগামী চার বছরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয় করবে ৪.৪৬ শতাংশ বা ২৬.৭৪ মিলিয়ন মার্কিন ডলার।

আইসিসির সামগ্রিক বার্ষিক পরিসংখ্যানটি আনুমানিক আয়ের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। শুধু মিডিয়া স্বত্ব বিক্রি থেকে ৩.২ বিলিয়ন মার্কিন ডলার আয় করার আশা আইসিসির।

এরই মধ্যে আইসিসি তাদের মিডিয়াস্বত্ব ভারতীয় বাজারসহ বিশ্বব্যাপী পাঁচটি আলাদা অঞ্চলে বিক্রি করেছে। এই অর্থের বিশাল অংশ ভারতীয় বাজার থেকে এসেছে। যেখানে ডিজনি স্টার চার বছরের জন্য ৩ বিলিয়ন মার্কিন ডলার প্রদান করেছে।