আখেরি মোনাজাতে শেষ হলো বিশ্ব ইজতেমা

তাহানুল মারুফ
জানুয়ারি ২২, ২০২৩

Share Now

লাখো মুসল্লির আমিন আমিন ধ্বনিতে মুখর হলো টঙ্গীর তুরাগতীর। দেশ-জাতির কল্যাণ ও মুসলিম বিশ্বের শান্তি কামনায় হলো আখেরি মোনাজাত। ময়দান ছাপিয়ে সড়ক-বাড়ির ছাদেও সৃষ্টিকর্তার উদ্দেশে হাত তোলেন নানা বয়সীরা। আর এর মধ্যই দিয়েই শেষ হলো এবারের ইজতেমা।

মহান রবের দরবারে উত্তোলিত লাখো মানুষের হাত। তুরাগতীর ছাড়িয়ে সড়ক, অলিগলি থেকে শুরু করে বাড়ির ছাদে সবখানেই কেবলই ক্ষমার ফরিয়াদ।

রোববার দুপুরে শুরু হয় বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত। আর তা পরিচালনা করেন মাওলানা ইউনসুফ বিন সাদ কান্দলভি।

দুনিয়ার পাপ থেকে পানাহ আর পরকালীন মুক্তি কামনায় আল্লাহর দরবারে কান্নায় ভেঙ্গে পড়েন অনেকে।

মুসল্লিরা বিগত জীবনের ভুলের ক্ষমা চেয়ে- মহান সৃষ্টিকর্তার প্রার্থনা করেন সঠিক পথে চলার।

পরে দেশ-জাতির কল্যাণ আর মুসলিম উম্মাহর শান্তি কামনার মধ্যদিয়ে শেষ হয় বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত।

আখেরি মোনাজাত শেষে বেশির ভাগ মুসল্লির যাত্রা এখন নিজ নিজ গস্তব্যে, তবে তাবলিগ জামাতের মুসল্লিরা চান এখান থেকে নেওয়া শিক্ষা সবার মাঝে ছড়িয়ে দিতে। তাই কেউ ৩ দিন ৭ দিন ৪০ দিন আবার কেউ ১ বছরের উদ্দেশেম তুরাগ তীর থেকেই ছুটে যাবেন দেশ-বিদেশে।