ইজতেমা শেষে বাস-ট্রেনে ঘরমুখী মুসল্লিদের ঢল

তাহানুল মারুফ
জানুয়ারি ২২, ২০২৩

Share Now

আখেরি মোনাজাতের পর বাড়ি ফিরতে শুরু করেছেন আগত মুসল্লিরা। বাস, ট্রেন, পিকআপসহ বিভিন্ন যানবাহনে চড়ে গন্তব্যে পাড়ি দিচ্ছেন তারা। মুসল্লিদের সুবিধার্থে বিশেষ ট্রেন ও বাসের ব্যবস্থা করেছে প্রশাসন। তবে লাখো মুসল্লির তুলনায় অপ্রতুল যানবাহন থাকায় অনেকে হেঁটে দীর্ঘ পথ পাড়ি দিচ্ছেন।

রেলওয়ে বিভাগ জানিয়েছে, ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত উপলক্ষে ১৩টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়। এছাড়া বেশ কয়েকটি আন্তঃনগর ট্রেন টঙ্গী রেলওয়ে স্টেশনে মাত্রাবিরতি করে। তবে আখেরি মোনাজাত শেষে একযোগে বাড়ি ফিরতে শুরু করেন মুসল্লিরা। এতে নির্ধারিত ট্রেনে দেখা যায় উপচেপড়া ভিড়।

নিষেধাজ্ঞা সত্ত্বেও অনেকেই ট্রেনের ছাদ, ইঞ্জিনের সামনের অংশে চড়ে জীবনের ঝুঁকি নিয়ে বাড়ি ফিরেন। এছাড়া সড়ক পথে ট্রাক, পিকআপ ও অটোরিকশা যোগে গন্তব্যে যেতে দেখা গেছে মুসল্লিদের।

মুসল্লিরা বলছেন, সার্বিক ব্যবস্থাপনা ভালো থাকায় আখেরি মোনাজাতে তেমন ভোগান্তি হয়নি।

টঙ্গী রেলওয়ে স্টেশন মাস্টার বলেন, স্বাভাবিক সিডিউলে ১৩টি বিশেষ ট্রেনসহ অন্যান্য ট্রেন চলাচল করছে।

প্রায় ৩০ মিনিট আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো এবারের ৫৬ বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা। এখান থেকেই তাবলীগ জামাতের সাথীরা ইসলামের কাজে বেরিয়ে পড়বেন দেশ বিদেশে।