ইরানের সামরিক স্থাপনায় ড্রোন হামলা করেছে ইসরাইল: যুক্তরাষ্ট্র

তাহানুল মারুফ
জানুয়ারি ৩০, ২০২৩

Share Now

ইরানের সামরিক স্থাপনায় ড্রোন হামলার সঙ্গে জড়িত ইসরাইল। এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল।  

শনিবার রাত সাড়ে ১১টার দিকে ইরানের ইসফাহান শহরের একটি প্রতিরক্ষা কারখানায় এ হামলার ঘটনা ঘটে। রোববার ভোরে ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরএনএ এ তথ্য নিশ্চিত করেছে। তবে সামরিক স্থাপনায় ড্রোন হামলার চেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়েছে বলে দাবি করেছে তেহরান।

এ ঘটনায় ইসরাইল এখনও কোন মন্তব্য করেনি। 

যদি ইরানে এই হামলা ইসরাইলের বলেই প্রমাণিত হয়, তবে বেনিয়ামিন নেতানিয়াহুর ক্ষমতাগ্রহণের পর এটিই হবে দেশটিতে প্রথম হামলা। 

এর আগে ২০২১ সালের এপ্রিলে ইরান তার ভূগর্ভস্থ নাতানজ পারমাণবিক কেন্দ্রে হামলার জন্য ইসরাইলকে দোষারোপ করেছিল। ওই হামলায় ইরানি এ পারমাণবিক স্থাপনার সেন্ট্রিফিউজগুলো ক্ষতিগ্রস্ত হয়েছিল। ২০২০ সালে ইরানে হওয়া অত্যাধুনিক এক হামলার জন্য ইসরাইলকে দায়ী করেছিল তেহরান। ওই হামলার মাধ্যমে ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানীকে হত্যা করা হয়েছিল।