উইন্ডোজ ১২ নিয়ে হইচই

জহুরুল হক
জুলাই ২৩, ২০২২

Share Now

উইন্ডোজ ১১-এর পর আবারও নতুন সংস্করণ উন্মোচন করতে যাচ্ছে সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট। ২০২৪ সালেই আসতে পারে অপারেটিং সিস্টেমটির নতুন সংস্করণ ‘উইন্ডোজ ১২’। মূলত ২০১৫ সালে ‘উইন্ডোজ ১০’ উন্মোচনের পর তিন বছর পরপর নতুন সংস্করণ উন্মোচনের ধারা থেকে সরে আসার ঘোষণা দিয়েছিল মাইক্রোসফট। উইন্ডোজ ১০-এর নতুন সংস্করণ না এনে নিয়মিত হালনাগাদ ছাড়া হবে বলেও জানানো হয়েছিল। ধারণা করা হচ্ছিল, উইন্ডোজ অপারেটিং সিস্টেম অন্যান্য সফটওয়্যারের মতোই সংস্করণনির্ভর থাকবে না। এ জন্য উইন্ডোজ ১০ কয়েকবার হালনাগাদ হয়েছিল। এর মধ্যে দুটি ছিল বড় পরিবর্তন। মাইক্রোসফট উইন্ডোজের সর্বশেষ সংস্করণ হিসেবে উইন্ডোজ ১০ ছাড়ার পর ধারণা করা হয়েছিল, এটিই উইন্ডোজের সর্বশেষ সংস্করণ।

উইন্ডোজ ১০-ই যে সর্বশেষ সংস্করণ গণমাধ্যমে এমন খবর এলেও তা কখনো অস্বীকার করেনি মাইক্রোসফট। কিন্তু ২০২১ সালে উইন্ডোজ ১১ উন্মোচনের ঘোষণা দিয়ে নতুন আলোচনার জন্ম দেয় মার্কিন কোম্পানিটি। প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম ভার্জ জানিয়েছে, উইন্ডোজের জন্য তিন বছর পরপর নতুন সংস্করণ উন্মোচন করার পুরনো প্রথায় ফিরে যাচ্ছে মাইক্রোসফট। আর এটি সত্যি হলে উইন্ডোজের নতুন সংস্করণের দেখা মিলবে ২০২৪ সালেই। মাইক্রোসফট উইন্ডোজের ১২ বিষয়ে কিছু না জানালেও আগামী সেপ্টেম্বর কিংবা অক্টোবরে উইন্ডোজ ১১-এর আপডেট  ছাড়া হবে।