কুমিল্লায় ১০ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

তাহানুল মারুফ
জুলাই ৩১, ২০২২

Share Now

কুমিল্লা ব্যাটালিয়ান-১০ বিজিবির হাতে এক বছরে আটককৃত প্রায় ১০ কোটি টাকার বিভিন্ন প্রকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। 

রোববার (৩১ জুলাই) সকালে কুমিল্লা কোটবাড়ি ১০ বিজিবি সেক্টরে মাদকদ্রব্য ধ্বংস অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার।

ধ্বংসকৃত মাদকদ্রব্যে মধ্যে রয়েছে ফেনসিডিল, গাঁজা, বিদেশী মদ, বিয়ারের ক্যান, ইস্কাপ সিরাপ, ইয়াবা, টার্গেট ট্যাবলেট ও বিভিন্ন প্রকার অবৈধ মাদক ট্যাবলেট।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কুমিল্লা ব্যাটালিয়ান ১০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইসহাক।

এছাড়া আরও বক্তব্য রাখেন কুমিল্লা সিটি কর্পোরেশন মেয়র আরফানুল হক রিফাত, কুমিল্লার সেক্টর কমান্ডার কর্নেল মোঃ মারুফুল আবেদীন, জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান, পুলিশ সুপার ফারুক আহমেদ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সোহেল রানা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুমিল্লার সহকারি পরিচালক চৌধুরী ইমরুল হাসান।