কোরআনের বাণী

আফরিন মিম
ডিসেম্বর ২৭, ২০২১

Share Now

সত্যবাদীদের আল্লাহ ক্ষমা করেন

ইরশাদ হয়েছে, ‘যারা ক্ষমা প্রার্থনা করবে, যারা নিজেদের সংশোধন করবে এবং যারা সত্য প্রকাশ করবে, তাদের আমি ক্ষমা করব। আর আমি ক্ষমাশীল ও দয়ালু।’

(আয়াত : ১৬০)

মুমিনরা আল্লাহকেই সবচেয়ে বেশি ভালোবাসে

ইরশাদ হয়েছে, ‘একদল মানুষ আল্লাহ ছাড়া অন্য কিছুকে তাঁর সমকক্ষ মনে করে, তারা তাদের তেমনই ভালোবাসে, যেমন আল্লাহকে ভালোবাসা আবশ্যক ছিল। আর মুমিনরা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে।’

(আয়াত : ১৬৫)

কিয়ামতের দিন জাগতিক সব সম্পর্ক ছিন্ন হবে

ইরশাদ হয়েছে, ‘যখন ভয়াবহ শাস্তি দেখে অনুসৃত ব্যক্তিরা তাদের অনুসারীদের থেকে দায়মুক্ত হয়ে যাবে এবং তাদের ভেতরের সব সম্পর্ক ছিন্ন হবে। তখন অনুসারীরা বলবে, যদি আমাদের পৃথিবীতে ফিরে যাওয়ার সুযোগ থাকত, তবে আমরা তাদের থেকে সম্পর্ক ছিন্ন করতাম আজ যেমন তারা করছে।’

(আয়াত : ১৬৬-১৬৭)

অশ্লীলতা ছড়িয়ো না

ইরশাদ হয়েছে, ‘নিশ্চয়ই সে (শয়তান) তোমাদের আদেশ করে মন্দ কাজ ও অশ্লীলতার প্রতি এবং যেন তোমরা আল্লাহ সম্পর্কে এমন কথা বলো, যে বিষয়ে তোমাদের জ্ঞান নেই।’ (আয়াত : ১৬৯)

অন্যায়ভাবে কিছু পেতে মামলা নয়

ইরশাদ হয়েছে, ‘তোমরা একে অন্যের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ কোরো না। জেনে-বুঝে কারো সম্পদের অংশ অন্যায়ভাবে ভোগ করার জন্য তা বিচারকের সামনে উপস্থাপন কোরো না।’ (আয়াত : ১৮৮)