খালেদার বিরুদ্ধে অভিযোগ গঠন ৫ সেপ্টেম্বর

মোঃ আশিকুর রহমান
আগস্ট ২৬, ২০২১

Share Now

মিথ্যা তথ্যের ভিত্তিতে ভুয়া জন্মদিন পালন এবং যুদ্ধাপরাধীদের মদদ দেওয়ার অভিযোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা মানহানির দুই মামলায় চার্জ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য করেছেন আদালত। এরই ধারাবাহিকতায় আগামী ৫ সেপ্টেম্বর ওই শুনানি অনুষ্ঠিত হবে।

ঢাকার অ্যাডিশনাল চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের আদালত নতুন এই দিন ধার্য করেন। কেরানীগঞ্জের কারা ভবনে নির্মিত ২ নম্বর ভবনে স্থাপিত অস্থায়ী আদালতে আলোচিত এ মামলার শুনানি অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) আদালতের বেঞ্চ সহকারী শাহাদাত হোসেন গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ‘করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে আদালতের কার্যক্রম বন্ধ থাকায় মামলা দুইটির চার্জশুনানি হয়নি। আদালতের কার্যক্রম স্বাভাবিক হওয়ায় চার্জশুনানির নতুন দিন ধার্য করেছেন বিচারক।’

উল্লেখ্য, ঢাকা মহানগর হাকিম আদালতে ২০১৬ সালের ৩ নভেম্বর জিয়াউর রহমান ও খালেদা জিয়ার বিরুদ্ধে মানহানির এই মামলা করেন জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী। পরে আদালত ঘটনার তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন। এর পরের বছরের ২৫ ফেব্রুয়ারি রাজধানীর তেজগাঁও থানার পুলিশ পরিদর্শক মশিউর রহমান (তদন্ত) অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে প্রতিবেদন দেন। এ ছাড়া মামলার অন্য আসামি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান মৃত হওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।