ঘূর্ণিঝড় মোখা: আশ্রয় কেন্দ্রে যাচ্ছেন না মানুষ

তাহানুল মারুফ
মে ১৩, ২০২৩

Share Now

লক্ষ্মীপুর প্রতিনিধি : উপকূলের দিকে ধেয়ে আসছে অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা। ঘূর্ণিঝড় মোকাবেলায় লক্ষ্মীপুরে ১৮৫টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। ৪২০ মেট্রিকটন চাল, বিস্কুটসহ শুকনো খাবার মজুদ রেখেছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। এছাড়া ৬৪ মেডিকেল টিম ও স্বেচ্ছাসেবকদের প্রস্তুত রাখা হয়েছে।

তবে এখনও কেউ আশ্রয় কেন্দ্রে যায়নি। আশ্রয়কেন্দ্রে যাওয়া নিয়ে নানা অভিযোগ করছেন উপকূলের বাসিন্দারা। আবহাওয়া অধিদপ্তর থেকে ইতিমধ্যে আট নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে।

স্থানীয় অনেকেই বলছেন, আশ্রিতদের খাবার সংকটে পড়তে হয়। এজন্য তারা আশ্রয় কেন্দ্রে যেতে চাচ্ছেন না।

এদিকে, ঘূর্ণিঝড় মোখার প্রভাবে মেঘনা নদীতে পানি বাড়তে শুরু করেছে। একই সঙ্গে নদী উত্তাল রয়েছে। ঝুঁকিতে রয়েছে উপকূলবর্তী এলাকার নদীর বাঁধের কিছু কিছু স্থান। উপকূলবাসীদের নিরাপদ স্থানে যাওয়ার জন্য মাইকিং করা হচ্ছে। ইতোমধ্যে লক্ষ্মীপুর থেকে সকল ধরনের নৌ-চলাচলে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। এতে আটকা পড়েছে এ্যাম্বুলেন্সসহ ভোলা-বরিশালগামী হাজারো মানুষ।