চিরকুটের ২০ বছর উদযাপন কনসার্টের আয়োজক এশিয়াটিক ইএক্সপি

তাহানুল মারুফ
নভেম্বর ৩, ২০২২

Share Now

এ সময়ের সবচেয়ে জনপ্রিয় মিউজিক ব্যান্ড চিরকুট এর ২০ বছর উদযাপন কনসার্ট আয়োজন করতে যাচ্ছে এশিয়াটিক ইএক্সপি। কনসার্টটি সংগীত পিপাসুদের জন্য হবে একটি ব্যাতিক্রম আয়োজন।

চিরকুট ও এশিয়াটিক ইএক্সপি একত্রে আগামী জানুয়ারি ২০২৩ আইসিসিবি এক্সপোতে আয়োজন করতে যাচ্ছে-

চিরকুটের সঙ্গীত জাগরণ, একতা এবং বিশ্বাসের। চিরকুটের যাত্রা শুরু ২০০২ সালে। শারমিন সুলতানা সুমি চিরকুটের ভয়েস, গিটারে ইমন চৌধুরী ও রায়হান ইসলাম শুভ্র, কি-বোর্ডে জাহিদ নিরব, ড্রামস ও পারকাশন-এ পাভেল আরিন-একসাথে চিরকুট হয়ে উঠেছে সারা বিশ্বের কাছে বাংলাদেশের সুর। ম্যাডিসন স্কয়ারে প্রথম বারের মত বাংলাদেশের ব্যান্ড হিসেবে পারফর্ম করেছে চিরকুট।

বাংলাদেশের ইভেন্ট ম্যানেজমেন্টে ভার্সাটাইল ও দারুণ সব আয়োজনে এশিয়াটিক ইএক্সপি গত ২৫ বছর ধরে গণমানুষকে দিয়ে যাচ্ছে এক অনন্য অভিজ্ঞতা। এরই ধারাবাহিকতায় চিরকুটের ২০ বছর উদযাপন উপলক্ষ্যে ওই কনসার্ট আয়োজন করছে এশিয়াটিক ইএক্সপি