জয়পুরহাটে ’পড়ি বঙ্গবন্ধুর বই সোনার মানুষ হই” বিষয়ক কর্মশালা

তাহানুল মারুফ
নভেম্বর ১, ২০২১

Share Now

জয়পুরহাট প্রতিনিধি : মুজিবশতবর্ষে শত গ্রন্থাগারে ”পড়ি বঙ্গবন্ধুর বই, সোনার মানুষ হই” বিষয়ক এক কর্মশালা সোমবার সকাল ৯ টায় জয়পুরহাটের খনজনপুরের  শিল্পকানন পাঠাগারে আয়োজন করা হয়।
মুজিবশতবর্ষ ও বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদত বার্ষিকী পালন উপলক্ষে জাতির পিতার রচনা পাঠ কার্যক্রমের অংশ হিসেবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীন জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে  বঙ্গবন্ধু রচিত অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থ পাঠ পরবর্তী রচনা প্রতিযোগীদের নিয়ে ওই কর্মশালার আয়োজন করেছে জয়পুরহাটের শিল্পকানন পাঠাগার।’পড়ি বঙ্গবন্ধুর বই, সোনার মানুষ হই” র্শীষক কর্মশালার উদ্বোধন করেন জয়পুরহাট লাইব্রেরী ও ক্লাবের সাধারণ সম্পাদক রাজা চৌধুরী। শান্তিনগর থিয়েটারের সভাপতির্  মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন জয়পুরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খ ম আব্দুর রহমান রনি, জেলা স্কাউট সম্পাদক ও সাংবাদিক শাহাদুল ইসলাম সাজু, শিল্পকানন পাঠাগারের সাধারণ সম্পাদক ও গবেষক আব্দুল মজিদ, পৌর কাউন্সিলার শাহিদুল আহসান সোহেল, নবনাট্য সংঘ জয়পুরহাট শাখার সাধারণ সম্পাদক দীলিপ সেন, একুশে আবৃত্তি পরিষদের সাধারণ সম্পাদক লালন হোসেন প্রমূখ।  মূল কর্মশালা পরিচালনা করেন জয়পুরহাট সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ শহীদুল ইসলাম। কর্মশালায় তিনটি গ্রুপের বিশেষ করে স্কুল, কলেজ, ¯œাতক ও তদুর্ধ্ব পর্যায়ের পাঠকরা অংশগ্রহণ করছে। বঙ্গবন্ধু রচিত অসমাপ্ত আত্মজীবনী পড়ে ’ক’ গ্রুপের পাঠকরা লিখবে ’বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছেলেবেলা’ ’খ’ বিভাগের পাঠকরা লিখবে ’জাতির পিতাকে যেমন জেনেছি” ও ’গ’ বিভাগের পাঠকরা লিখবে ’মানবতাবাদী বঙ্গবন্ধু”। উল্লেখ, পড়ি বঙ্গবন্ধুর বই, সোনার মানুষ হই” শীর্ষক তিন মাস ব্যাপী ধারাবাহিক পাঠ কার্যক্রম চলানোর পরিকল্পনা নিয়েছে জাতীয় গ্রন্থকেন্দ্র বলে জানান আয়োজকরা।

twitter sharing button
facebook sharing button
messenger sharing button
sharethis sharing button