জয়পুরহাটে ৫০তম জাতীয় সমবায় দিবস পালন

তাহানুল মারুফ
নভেম্বর ৬, ২০২১

Share Now

জয়পুরহাট : ’বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ শনিবার ৫০তম জাতীয় সমবায় দিবস পালন উপলক্ষে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা ও সমবায়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা সমবায় অফিস ও সমবায় সমিতির যৌথ উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো: শরীফুল ইসলাম। জেলা সমবায় কর্মকর্তা ইসমাইল হোসেন সিরাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত  আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি আরিফুর রহমান রকেট, উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম সোলায়মান আলী, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন মন্ডল, সদর উপজেলা নির্বাহী অফিসার আরাফাত হোসেন, জয়পুরহাট কেন্দ্রীয়  আখ চাষি সমবায় সমিতির সভাপতি মো: সুমন মিয়া , জেলা মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি হেলাল উদ্দিন প্রমূখ। বক্তারা বলেন, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সমবায়ের যাদু স্পর্শে সুপ্ত গ্রাম বাংলাকে জাগিয়ে তোলার আহবান জানিয়েছিলেন। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর ঘোষণা অনুযায়ী সমবায় ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তোলার জন্য কাজ করছেন। আলোচনা সভা শেষে সফল সমবায়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি।