টাঙ্গাইলে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার, আটক ১ 

তাহানুল মারুফ
ডিসেম্বর ২১, ২০২৩

Share Now

টাঙ্গাইলের গোপালপুরে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও একটি গাড়িসহ মনির (২৫) নামের এক মাইক্রোবাস চালককে আটক করা হয়েছে।

বুধবার (২০ ডিসেম্বর) সন্ধ্যার দিকে গোপালপুর থানা সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত মাইক্রোবাসের চালক মনির উপজেলার সমেশপুর গ্রামের লোকমান হোসেনের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জেলা প্রশাসক কার্যালয়ের ম্যাজিস্ট্রেট আবু বক্কর সরকারের নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গোপন তথ্যের ভিত্তিতে গোপালপুর পৌরসভার থানা সংলগ্ন এলাকায় তল্লাশি চালায়। এ সময় দেশীয় অস্ত্রবহনকারী মাইক্রোবাসটিকে থামানোর জন্য সিগন্যাল দেওয়া হয়। বিষয়টি টের পেয়ে গাড়িতে থাকা দুই জন পালিয়ে যায়। পরে অস্ত্রসহ চালক মনিরকে আটক করা হয়।

এ বিষয়ে গোপালপুর থানার ওসি জিয়াউল মোর্শেদ বলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হাসান এবং জেলা প্রশাসক কার্যালয়ের ম্যাজিস্ট্রেট আবু বক্কর সরকার ঘটনাস্থলে উপস্থিত থেকে র‌্যাব ও পুলিশের সহায়তায় ওই মাইক্রোবাস চালককে অস্ত্রসহ আটক করেন। পরে র‌্যাবের কাছে তাকে হস্তান্তর করা হয়। আসামিকে এখনও পুলিশের কাছে সোপর্দ করা হয়নি।