ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ৯

মোঃ আশিকুর রহমান
এপ্রিল ৩০, ২০২৩

Share Now

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছেন ৯ জন।

রোববার (৩০ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকার বাসিন্দা ৪ জন ও ঢাকার বাইরের ৫ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৪৪ জন ডেঙ্গুরোগী চিকিৎসাধীন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৮৬ জন। এরমধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৯৩১ জন। মারা গেছেন ১২ জন।

উল্লেখ্য, গত বছর সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ৬২ হাজার ৩৮২ জন। এরমধ্যে মারা যান ২৮১ জন।