তুরস্কে দ্বিতীয় দফার ভোট গ্রহণ চলছে

মোঃ আশিকুর রহমান
মে ২৮, ২০২৩

Share Now

পরবর্তী প্রেসিডেন্ট বেছে নিতে ভোট দিচ্ছেন তুরস্কের জনগণ। প্রথম দফায় কাঙ্ক্ষিত ফল না আসায় রোববার দেশটিতে দ্বিতীয় দফায় ভোট গ্রহণ চলছে।

রোববারের ভোটের মাধ্যমে তুরস্কের জনগণ জানিয়ে দেবেন ক্ষমতাসীন রিসেপ তাইয়েপ এরদোয়ান না কেমাল কিরিচদারোলু কার হাতে যাচ্ছে পরবর্তী পাঁচ বছর দেশ পরিচালনার দায়িত্ব।

সকাল আটটা থেকে দেশজুড়ে কেন্দ্রগুলোতে ভোট প্রদান শুরু হয়। স্থানীয় সময় বিকেল পাঁচটা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। এরপর শুরু হবে ভোট গণনা। সন্ধ্যার পর থেকেই কেন্দ্রগুলোর প্রাথমিক ফলাফল আসতে পারে।

তার আগে দ্বিতীয় দফা ভোটগ্রহণকে সামনে রেখে নিজ নিজ দলের সমর্থন বাড়াতে দেশজুড়ে প্রচারণায় ব্যস্ত ছিলেন দুই প্রার্থী।

গত ১৪ মে অনিশ্চিত হয় প্রথম দফার ভোট। তাতে এগিয়ে থাকলেও নির্বাচিত হতে পারেননি তুরস্কের বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তুরস্কের নির্বাচনের নিয়ম অনুযায়ী, প্রেসিডেন্টকে ৫০ শতাংশ সমর্থন পেতে হয়। প্রথম দফার নির্বাচনে এরদোয়ান পেয়েছিলেন ৪৯ দশমিক ৫২ শতাংশ ভোট।

নিকটতম প্রতিদ্বন্দ্বী কেমাল পেয়েছিলেন ৪৪ দশমিক ৮৮ শতাংশ ভোট। ফলে দেশটির নিয়ম অনুযায়ী পুনরায় প্রেসিডেন্ট নির্বাচন হচ্ছে।

প্রথম দফার ভোটে তৃতীয় স্থান পেয়েছিলেন সিনান ওয়ান। তিনি পেয়েছিলেন পাঁচ দশমিক ২০ ভাগ ভোট। তবে গত ২২ মে এক সংবাদ সম্মেলনে দ্বিতীয় দফা ভোটে এরদোয়ানকে সমর্থন করার কথা জানিয়েছেন তিনি।