দিনাজপুরে একজনের মৃত্যু, শনাক্ত শূন্য

তাহানুল মারুফ
অক্টোবর ১১, ২০২১

Share Now

দিনাজপুর প্রতিনিধি : গত ২৪ ঘণ্টায় দিনাজপুরে কারও করোনা শনাক্ত হয়নি। এ সময় করোনার উপসর্গ নিয়ে একজন মারা গেছেন। জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে ২৯০ জনের মৃত্যু হয়েছে।

সোমবার সকালে দিনাজপুরের সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুস এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দিনাজপুরে গত ২৪ ঘণ্টায় ১১৮ জনের নমুনা পরীক্ষা করে কারও শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়নি।

জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা মোট ১৪ হাজার ৭০১ জন। জেলায় সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৫১ জন। এখন পর্যন্ত জেলায় করোনায় মারা গেছেন ২৯০ জন। জেলায় একদিনে সুস্থ হয়েছেন একজন। মোট সুস্থ হয়েছেন ১৪ হাজার ৩৬০ জন।

সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে আটজন ভর্তি রয়েছেন। উপসর্গ নিয়ে ভর্তি আছেন ১৩ জন। ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে ভর্তি আছেন ছয়জন। জেলার ১৩ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার উপসর্গ নিয়ে ভর্তি আছেন ৯ জন।