নাটোরে চিত্রা প্রজাতির কচ্ছপ উদ্ধার

তাহানুল মারুফ
নভেম্বর ৩, ২০২২

Share Now

বৃহস্পতিবার (৩ নভেম্বর) বিকেলে রাজশাহীর বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কাছে কচ্ছপটি হস্তান্তর করা হয়।

এর আগে সকালে ঢাকাগামী আরআর ট্রাভেলসে তল্লাশি চালিয়ে কচ্ছপটি উদ্ধার করা হয়।

নাটোর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাদাদ জানান, চাপাইনবাবগঞ্জের জুলহাস নামে এক ব্যক্তি ঢাকাগামী আরআর ট্রাভেলসে মাছ হিসেবে কচ্ছপটি তোলেন। ঢাকার ফুলবাড়ি এলাকায় তরুণ নামে এক ব্যক্তি গ্রহণ করবেন বলে জুলহাস ভাড়াও পরিশোধ করে। মালিকবিহীন অবস্থায় ঢাকায় নেয়ার পথে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কচ্ছপটি উদ্ধার করে পুলিশ।

বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের পক্ষ থেকে সদর থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি আবু সাদাদ।