নারায়ণগঞ্জে কেমিক্যাল গোডাউনে বিস্ফোরণ : দগ্ধ আরও একজনের মৃত্যু

তৌহিদুল ইসলাম
এপ্রিল ১০, ২০২২

Share Now

নারায়ণগঞ্জের রূপগঞ্জের লিলি কেমিক্যাল কারখানায় বিস্ফোরণে দগ্ধ রোকন (২৫) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। শনিবার (৯ এপ্রিল) শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা.এস এম আইউব হোসেন।

তিনি ঢাকা পোস্টকে বলেন, নারায়ণগঞ্জে কেমিক্যাল গোডাউনে বিস্ফোরণে দগ্ধ হয়ে ৯ জন আমাদের এখানে এসেছিলেন। শনিবার রোকন নামে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার শরীরের ২৫ শতাংশ দগ্ধ হয়েছিল। এ ঘটনায় আগে আরও চার জন মারা গেছেন।

গত ৩০ মার্চ নারায়ণগঞ্জে কেমিক্যাল গোডাউনে বিস্ফোরণে ৯ জন দগ্ধ হয়। এদের মধ্যে মুজাহিদ, আকালু, সজীব ও বায়েজিদের মৃত্যু হয়েছে। সবশেষ শনিবার রোকন নামে আরও একজনের মৃত্যু হয়েছে। দগ্ধ অপর চার জন শেখ হাসিনা বার্নে ভর্তি আছেন।